Type to search

সারাদেশ

বরগুনায় সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধিঃ বরগুনার আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খলিয়ান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন (৩৮) নিহত হয়েছেন। ও একই সংস্থার মাঠকর্মী আবু তাহের (৩৪) আহত হয়েছে।

পুলিশ ও এনএসআই বরগুনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার (১১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন ও মাঠকর্মী আবু তাহের একটি মোটরসাইকেল যোগে কলাপাড়া থেকে আমতলী যাচ্ছিলেন। পথিমধ্যে আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খলিয়ান নামক স্থানে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রলির পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই এনএসআই কর্মকর্তার মৃত্যু হয় এবং সাথে থাকা মাঠকর্মী আবু তাহের গুরুতর আহত হন।

খবর পেয়ে আমতলী থানার পুলিশ দূর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ ও আহত মাঠকর্মীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ওই হাসপাতালের কর্তব্যরত ডাক্তার এনএসআই কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন ও আহত মাঠকর্মী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান মুঠোফোনে জানান, সড়ক দুর্ঘটনায় এনএসআই বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের মৃত্যু হয়েছে এবং সাথে থাকা একই কার্যালয়ের মাঠকর্মী আহত হয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »