ফেনীতে বিচারপতি মমতাজ : সারা দেশে সাংবাদিকদের ডাটাবেজের কাজ চলছে
ফেনী সংবাদদাতা : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, হলুদ সাংবাদিকতা রোধে সারা দেশে সাংবাদিকদের ডাটাবেজের কাজ চলছে। এটি শেষে সবাইকে সুনির্দিষ্ট পরিচয়পত্র প্রদান করা হবে। প্রেস কাউন্সিলের পরিচয়পত্রের বাইরে সাংবাদিকতা করার আর সুযোগ থাকবে না। পাশাপাশি বেতন কাঠামোসহ ওয়েজবোর্ড নীতিমালার বাস্তবায়নে কাজ চলমান রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
বুধবার দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ‘মুজিববর্ষের অঙ্গিকার,হলুদ সাংবাদিকতা পরিহার’ শীর্ষক বাংলাদেশ প্রেস কাউন্সিলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জানের সভাপতিত্বে ও প্রেস কাউন্সিলের সচিব শাহ আলমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।
সভায় সাংবাদিকদের বিভিন্ন দাবি, সমস্যা ও স্থানীয়ভাবে সাংবাদিক নির্যাতন, মামলা, হুমকিসহ কাজ করার ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমূখ উপস্থিত ছিলেন।