ফিলিস্তিনি দূতাবাসের সামনে উন্মাদের মতো গুলি ছোড়েন কনস্টেবল কাওসার, নিহত ১
জেলা প্রতিনিধিঃ রাজধানীর গুলশানের ফিলিস্তিনি দূতাবাসের সামনে এক পুলিশ কনস্টেবল এলোপাতাড়ি গুলিতে আরেক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবলের নাম মনিরুল। গুলি ছোড়েন কনস্টেবল কাউসার আহমেদ। তারা দু’জনই ফিলিস্তিনি দূতাবাসের বাইরে অবস্থিত পুলিশ বক্সে দায়িত্ব পালন করছিলেন।
জানা যায়, নিহত কনস্টেবল মনিরুল ইসলামের বাড়ি নেত্রকোনা। তিনি ২০১৮ সালে পুলিশে যোগ দেন।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা। তারা আশপাশের এলাকা ঘিরে রাখেন। সেখানকার ফুটপাত ও রাস্তায় রক্তের দাগ দেখা যায়। মৃতদেহটি পড়ে ছিল দূতাবাসের গার্ডরুমের পাশের ফুটপাত ঘেঁষে রাস্তার ওপরে। ৮ থেকে ১০টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের সদস্যরাও চারদিকে ঘিরে আছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত হয়েছেন।
উচ্চ পদস্থ এক পুলিশ কর্মকর্তা জানান, গুলশানে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের ব্রাজিল থেকে আনা এসএমটি সাবমেশিনগান দেওয়া হয়েছে। এই অস্ত্র দিয়ে মিনিটে ৬০০ রাউন্ড গুলি করা যায়। দায়িত্বরত কনস্টেবলের হাতে সেই অস্ত্র ছিল। সহকর্মীকে লক্ষ্য করে তিনি সেই অস্ত্র দিয়ে ৩৮ রাউন্ড গুলি ছুড়েছেন।
ডিএমপি কমিশনার কমিশনার হাবিবুর রহমান জানান, যে পুলিশ সদস্য গুলি করেছেন, তাকে গ্রেপ্তার করে গুলশান থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার ব্যাপারে এখনও তারা পরিষ্কার নন। তবে প্রাথমিকভাবে তিনি মনে করছেন, কোনো মানসিক চাপের কারণেই হয়তো ওই কনস্টেবল এ ধরনের আচরণ করেছেন।
এবিসিবি/এমআই