Type to search

সারাদেশ

পাবনার সাঁথিয়ায় সড়কে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার বেঙ্গল মিট নামক স্থানে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে সুজানগর উপজেলার আহম্মেদপুর গ্রামের ভ্যান চালক আবু সাঈদ (৪০), তার ছেলে তাওহিদ (৪), ভাতিজি রোজামনি (৫)।

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আহম্মদপুর গ্রামের আবু সাঈদ নিজের ভ্যানে ছেলে ও ভাতিজিকে নিয়ে সাঁথিয়া উপজেলার করিয়াল এলাকার আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যান। ফেরার পথে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার বেঙ্গলমিট নামক স্থানে সি লাইন বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনজন মারা যান।

মাধবপুর হাইওয়ে থানার এসআই মাসুম জানান, ‘সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্বার করে মামলা করা হয়েছে। লাশের আইনগত প্রক্রিয়া চলছে।’

এবিসিবি/এমআই

Translate »