পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে ভূমি সহকারী কর্মকর্তার মৃত্যু

জেলা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মনোরঞ্জন সরকারের (৪৮) মারা গেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মৃত্যু মনোরঞ্জন সরকার উপজেলার গুনাইগাছা হাটপাড়া গ্রামের মৃত মন্মথ সরকারের ছেলে। ছাইকোলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি।
খবর পেয়ে মনোরঞ্জন সরকারের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সৈকত ইসলাম, এসিল্যান্ড মো. ইখতেখারুল ইসলামসহ সহকর্মীরা ছুটে যান। এসময় স্বজনদের আর্তনাদে পরিবেশ ভারি হয়ে ওঠে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সৈকত ইসলাম বলেন, বাড়ির আইপিএস নষ্ট হয়ে গিয়েছিল মনোরঞ্জন সরকারের। সেই আইপিএস মেরামত করছিলেন তিনি। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।