Type to search

সারাদেশ

পটুয়াখালীতে পাঁচ ট্রলারডুবি ঘটনায় নিখোঁজ ১৬

জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ৫টি মাছধরা ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় অন্তত ১৬ জন জেলে নিখোঁজ রয়েছেন।

মহিপুর মৎস আড়ত মালিক সমিতির সভাপতি ও মহিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলু গাজী এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।

ফজলু গাজী জানান, শুক্রবার সকালে ঝড়ের কবলে পড়ে ২টি ও বিকেলে ঝড়ের কবলে পড়ে আরও ৩টি মাছধরা ট্রলার পায়রা বন্দরের শেষ বয়া থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারে ১৬ জন জেলে ছিলেন বলে তিনি জানান। সবাই নিখোঁজ রয়েছেন তারা।

১৬ জেলে নিখোঁজের তথ্য শুনেছেন জানিয়ে কোস্টাগার্ডের নিজামপুর স্টেশন কমান্ডার সেলিম মণ্ডল জানান, ‘আমরা এখন সারগের আন্ধারমানিক পয়েন্টে আছি। বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে উদ্ধার অভিযানে নামতে পারছি না।’

এবিসিবি/এমআই

Translate »