Type to search

সারাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামি বাদলসহ ৪ জন গ্রেপ্তার

জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জে রাতের আঁধারে ঘরে ঢুকে এক নারীকে (৩৭) সংঘবদ্ধ ধর্ষণ, বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় এখন পর্যন্ত প্রধান আসামি ৪ জনকে আটক করা হয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গত রবিবার  রাত পৌনে ১২টায় বেগমগঞ্জ থানায় ২টি মামলা দায়ের করেছেন। একটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এবং অপরটি মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে। ২ মামলাতেই ৯ জনকে আসামি করা হয়েছে।

আটককৃতরা চার জন হলেন— বেগমগঞ্জ একলাশপুর এলাকার রহমত উল্যার ছেলে ও মামলার প্রধান আসামি বাদল (২২), দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, আবদুর রহিম (২২) ও রহমত উল্লাহ।

এদের মধ্যে সোমবার (৫ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে বাদলকে ঢাকা থেকে ও দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে আটক করেছে র‌্যাব। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল অঞ্চলের চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার সময় একটি পরিবহন থেকে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ আটক হয়। পরে তার দেওয়া তথ্য অনুসারে ঢাকার কামরাঙ্গীর চর থেকে প্রধান আসামি বাদলকে আটক করা হয়। বেগমগঞ্জ থানায় পাঠানোর প্রস্তুতি চলছে।’

গতকাল সোমবার বেগমগঞ্জ থেকে আবদুর রহিম ও রহমত উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান শেখ ও বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী।

Translate »