Type to search

অপরাধ সারাদেশ

নোয়াখালীতে মা-মেয়েকে বেঁধে নির্যাতন-টিকটক: মূলহোতা আটক

জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়ায় মা ও মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন ও সেই দৃশ্য ভিডিও করে টিকটকে ছড়িয়ে দেওয়ার ঘটনার মূলহোতা মো. জিল্লুর রহমানকে (২৫) আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ শনিবার সকালে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মা ও মেয়েকে পিলারের সাথে বেঁধে নির্যাতনের ভিডিও টিকটকে ভাইরাল হওয়ার পর ওই স্কুলছাত্রীর বাবা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ করার পর অভিযুক্ত জিল্লুর এলাকা থেকে গা ঢাকা দেন। মোবাইলফোন ট্রেকিংয়ের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার রাত ১০টায় চট্টগ্রামের পটিয়া থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিল্লুর মা-মেয়েকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছেড়ে দেওয়ার কথা স্বীকার করেছেন।

হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের ইদ্রিসদের সাথে জমি নিয়ে বিরোধ ছিল একই এলাকার জহির উদ্দিনের ছেলে জিল্লুর রহমানসহ কয়েকজনের। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া ও শালিস বৈঠক হয়। গত ৯ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার সময় ইদ্রিসের ১০ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে কুসুম আক্তারকে (১৬) জিল্লুর তার লোকজন নিয়ে এলোপাতাড়ি মারধর করেন। কুসুমের চিৎকারে তার মা ঝুমুর (৩৫) এগিয়ে এলে তাকেও মারধর করেন।

একপর্যায়ে মা-মেয়েকে বেঁধে নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ ও তা টিকটকে তাদের চোর হিসেবে উপস্থাপন করে ছেড়ে দেন তারা। এ ঘটনায় গত ২২ ফেব্রুয়ারি থানায় একটি মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। মামলায় জিল্লুর রহমানকে প্রধান আসামি ও অজ্ঞাতপরিচয় আরও ৩ জনকে আসামি করা হয়।

এবিসিবি/এমআই

Translate »