নূপুর শর্মার সমর্থনে ফেসবুকে পোস্টের অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার
জেলা প্রতিনিধিঃ নড়াইল সদরে ভারতের সাময়িক বহিষ্কার বিজেপি নেত্রী নূপুর শর্মাকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ জুন (শনিবার) বিকেলে নড়াইল সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই তথ্য নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
গ্রেপ্তার অভিযুক্ত সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার (২৫ জুন) সকালে অভিযুক্ত ছাত্র ফেসবুকে ভারতে বহিষ্কার বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থনে একটি স্ট্যাটাস দেয়। পরে ওই কলেজের শিক্ষার্থীরা তাকে গ্রেপ্তারের পর বিষয়টি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জানায়। স্বপন কুমার বিশ্বাস এ বিষয় নিয়ে কোনো সমাধান দিতে না পারলে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরাসহ এলাকাবাসী কলেজ ঘেরাও করে রেখে ৩টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় বিক্ষুব্ধ জনতাকে। বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির। পরে ঘটনাস্থল থেকে পুলিশ কলেজের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস ও অভিযুক্ত ছাত্রকে উদ্ধার করে নিয়ে আসে। অভিযুক্ত ছাত্রকে আদালতে হাজির করলে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ‘ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’
এবিসিবি/এমআই