নারায়ণগঞ্জে ৩ পুলিশকে কুপিয়ে জখম, ঢাকা থেকে আটক ১০

জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৩ পুলিশকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের ৫ তারকা একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের বিস্তারিত নাম-পরিচয় জানায়নি পুলিশের বিশেষায়িত এ বাহিনী। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘ভোরে গোপন তথ্যের ভিত্তিতে গুলশানের ওই পাঁচ তারকা হোটেলে অভিযান চালানো হয়। এ সময় আড়াইজাহারে নাশকতা, সহিংসতা ও তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এদিকে আজ সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
উল্লেখ্য, গত মঙ্গলবার আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। একপর্যায়ে ৩ জন পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এতে অন্তত ২০ জন আহত হন। আহত ৩ পুলিশ সদস্য হলেন পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল।
এবিসিবি/এমআই