Type to search

সারাদেশ

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেল গেটে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে লালপুর উপজেলার গোপালপুর রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার নারায়নপুর এলাকার মনজুর রহমানের মেয়ে সাথী বেগম (৩০), একই এলাকার মৃত পাঁচু শেখের ছেলে জমির উদ্দিন (৬৮) এবং কেশবপুর গ্রামের মৃত দেছের আলীর ছেলে মমতাজ উদ্দিন (৬৫)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুর পৌনে ১টার দিকে তারা ৩ জনই রেললাইন দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তাদের সামনের দিক থেকে মালগাড়ী আসায় (আব্দুলপুর-ঈশ্বরদী) পাশের লাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা টুঙ্গীপাড়া-রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তারা মারা যান।

এবিসিবি/এমআই

Translate »