Type to search

সারাদেশ

নরসিংদিতে বাস-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৩ জনের মৃত্যু, আহত ১০

জেলা প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরায় দুই যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১০ জন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার নীলকুঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সরাইল উপজেলার কালিকচ্ছ ধর্মতীর্থ দিঘীরপাড়া এলাকার ধনঞ্জয় চন্দ্র দাশের ছেলে সানন্দ দাস (৫৫), একই উপজেলার চৌরাগুধা গ্রামের ইসমাইল মিয়ার ছেলে মো. রেনু মিয়া (৬৬) ও মো. কামাল মিয়া (৩৫)। আহতদের কয়েকজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- পিকআপ চালক আবদুল জলিল(৫৫), সহকারী মো. মাহমুদ আলী (৩৩), সুধাংশো দাশ (৪৫), ধর্মতীর্থ গ্রামের কেশব দাশ (২৫), সবুজ মিয়া (৩৩)। তারা সবাই একই উপজেলার মাছ ব্যবসায়ী।

হাইওয়ে পুলিশ বলেন, আজ ভোরে রায়পুরার নীলকুঠি এলাকায় বিআরটিসি বাসের চাকা পাংচার হওয়ায় তা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সেসময় কিশোরগঞ্জের ভৈরবমুখী যাত্রীবাহী বাস বিআরটিসি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। একই সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা নরসিংদীর ইটাখোলাগামী মাছভর্তি পিকআপ ভ্যান বাস ২টিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। পরে আহতদের একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, ‘নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কাউকে আটক করা যায়নি। চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এবিসিবি/এমআই

Translate »