Type to search

সারাদেশ

দিনাজপুরে এটিএম বুথ থেকে ১২ লাখ টাকা চুরি, ব্যাংক কমকর্তাসহ আটক ২

জেলা প্রতিনিধিঃ দিনাজপুরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে প্রায় ১২ লাখ টাকা চুরির ঘটনায় ব্যাংক কমকর্তাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার দুপুর ১টায় পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। প্রেস ব্রিফিংয়ে আটককৃতদের হাজির করা হয়।
আটককৃতরা হলেন- ডাচ বাংলা ব্যাংকের ফাস্ট ট্রাকের জুনিয়র চ্যানেল কর্মকর্তা ও পঞ্চগড় জেলার বোদা থানার বাগপুর এলাকার মৃত তবিজুল ইসলামের ছেলে বরকত জামান (৩৫) এবং দিনাজপুর কোতয়ালী থানার রাজারামপুর গ্রামের মতিউর রহমানের ছেলে রেজাউল ইসলাম (৩৮)। রেজাউল ইসলাম একজন বিকাশ ব্যবসায়ী।
এবিসিবি/এমআই
Translate »