Type to search

সারাদেশ

ঢাকার নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জনের মৃত্যু হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-বান্দুরা আন্তঃসড়কের বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা-নিশিকান্দা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃত্যুদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার (৪ সেপ্টেম্বর)  বিকেলে এন মল্লিক পরিবহনের একটি বাস বান্দুরা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। সিএনজি চালিত অটোরিকশা চালক ২জন যাত্রী নিয়ে বান্দুরার দিকে আসছিল। নিশিকান্দা ব্রিজের ঢালে এলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক (৩৮) ও এক পুরুষ যাত্রী (৩৬) মৃত্যু হন। ৩৫ বছর বয়সী এক নারী যাত্রীকে আহতাবস্থায় স্থানীয়রা নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম দুর্ঘটনার নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে মৃত্যুদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে বাসটি। এ ব্যাপারে থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Translate »