টাঙ্গাইলে সিএনজি-পিকআপের সংঘর্ষে চারজনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে সিএনজির চালক, এক নারী ও অপর দুই যাত্রী রয়েছেন। একই এলাকার ৪ যাত্রী নিহতের ঘটনায় শোকের মাতম বিরাজ করছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রাবেতিল এলাকার ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন (৪০), তেলিপাড়া গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৪৫), নয়াপাড়া গ্রামের সমেজ মিয়ার ছেলে নাজমুল ইসলাম (৩৪) এবং ওয়ার্শি ইউনিয়নের নগর ভাতগ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩০)।
মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ গ্রেপ্তার হলেও চালক পলাতক রয়েছেন।
এবিসিবি/এমআই