Type to search

সারাদেশ

চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স সন্দেহে নারী আইসোলেশনে

জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় মাঙ্কিপক্স রোগী সন্দেহে ১ নারীকে আইসোলেশনে রাখা হয়েছে। আজ শুক্রবার (১০ জুন) সকালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্প্রসারিত ভবনের ৩ তলার একটি কক্ষে রাখা হয়। সদর হাসপাতালের আরএমও ডা. এসএম ফাতেহ আকরাম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

ওই নারীর বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভাণ্ডারদহ এলাকায়। তার বয়স ৬০ বছর।

চুয়াডাঙ্গা জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এসএম ফাতেহ আকরাম বলেন, ‘বৃহস্পতিবার গায়ে ফোসকা, সর্দি-জ্বর ও ব্যথা নিয়ে ওই নারী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। বহির্বিভাগের ডাক্তার ওয়াহিদ মাহমুদ রবিন তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে হোম আইসোলেশনে পাঠান। ফোকসার কারণ মাঙ্কিপক্স কিনা তা জানতে আগামীকাল শনিবার মেডিক্যাল বোর্ড বসিয়ে রোগীর দেহ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।’

এবিসিবি/এমআই

Translate »