Type to search

অপরাধ সারাদেশ

চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

ধর্ষণ-rape-এবিসিবি নিউজ-abcb news

জেলা প্রতিনিধিঃ ঢাকার সাভারে চাকুরি দেওয়ার কথা বলে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই ভুক্তভোগী তরুণী গত সোমবার ধামরাই থানায় লিখিত অভিযোগ করলে রাতেই পুলিশ ৫ জনকে আটক করেছে। আটককৃতদের মঙ্গলবার ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে- ধামরাইয়ের চর ডাউটিয়া এলাকার মনিরুল, শহীদ, রাজ্জাক, সোহরাব হোসেন ও বিকাশ।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ধামরাইয়ের চর ডাউটিয়া গ্রামের শহীদ তার পূর্বপরিচিত আশুলিয়া থানা এলাকার এক তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে গত রোববার বিকেলে বাড়িতে ডাকে। তাকে বাড়িতে রেখেই রাত ৯টার দিকে  ক’জন বন্ধুকে নিয়ে ফিরে আসে। এরপর ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। তরুণী অজ্ঞান হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস জানান, চাকরির প্রলেোভন দেখিয়ে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে রাতেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »