Type to search

সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে ৬ পুলিশ গ্রেফতার

চাঁদাবাজির অভিযোগে ৬ পুলিশ গ্রেফতার-এবিসিবি নিউজ-abcb news

ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পুলিশের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই কনস্টেবল। রোববার সন্ধ্যায় নগরীর একে খান মোড় থেকে তাদের গ্রেফতার করে নগর গোয়েন্দা ও আনোয়ারা থানা পুলিশের যৌথ টিম।

রাতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতাররা হচ্ছে- মো. মাসুদ, আবদুল নবী, এসকান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান ও মোর্শেদ বিল্লাহ।

আদালত সূত্র জানান, ৩ ফেব্রুয়ারি রাত ২টার দিকে আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ গ্রামে এই পুলিশ সদস্যরা হানা দিয়ে আবদুল মান্নান নামে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। তারা নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেয়।

পটিয়ার ভেল্লাপাড়া সেতুর কাছে নিয়ে মান্নানকে একটি দোকানে আটকে রাখে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং বাঁচতে চাইলে ১০ লাখ টাকা দাবি করে। মান্নানের পরিবার ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জোগাড় করে এনে দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় মামলা করার পর ছয় পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। তারা জেলা পুলিশের এএসএফ শাখায় কর্মরত বলে জানা গেছে।

Translate »