Type to search

রাজনীতি সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে বিএনপির চার নেতা বহিষ্কার

রাঙ্গামাটিতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও তিন সহযোগী সংগঠনের চার নেতাকে বহিষ্কার করেছে দলটি। একই সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিষয়ে তদন্তে একটি কমিটিও গঠন করেছে বিএনপি। গত মঙ্গলবার (৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে  রাঙ্গামাটি জেলা বিএনপি।

বহিষ্কৃতরা হলেন— রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য আনোয়ারুল আজিম আজম, রাঙ্গামাটি পৌর তাঁতী দলের সভাপতি আলী আজগর বাদশা, রাঙ্গামাটি পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য অনতোষ দাশ ও জেলা কৃষকদলের ক্ষুদ্র ও সমবায় সম্পাদক সুমন  চাকমা। রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়, অভিযুক্তরা দলীয় পরিচয় ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি, দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করা হলে।

রাঙ্গামাটি  জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা সাংগঠনিক পদক্ষেপ নিয়েছি, তাদের পদ-পদবী ও দলের প্রাথমিক সদস্য পদ থেকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে। একটি তদন্ত কমিটিও আমরা করেছি। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।অভিযুক্তদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে একটি কমিটি করা হয়েছে। রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এসএম শফিউল আজমকে আহবায়ক, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম মিন্টু, ও মোঃ নুরুজ্জমানকে সদস্য করে কমিটিকে দ্রুত জেলা বিএনপি বরাবরে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

-ইত্তেফাক

Translate »