চাঁদপুর-চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
চাঁদপুর ও চট্টগ্রামে শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- চাঁদপুরের মতলব উত্তরে দক্ষিণ টরকী এলাকার রুস্তম আলীর ছেলে মোহাম্মদ হোসেন (২২), একই এলাকান মহসিন মিয়ার ছেলে সালাউদ্দিন (২১) এবং চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রকেট মল্লিকেল ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র ঋষিকেশ মল্লিক আদিত্য (১০)।
সংবাদদাতাদের পাঠানো তথ্য অনুযায়ী, চাঁদপুরের মতলব উত্তরের ভাটি রসুলপুরে সন্ধ্যা ৬টার দিকে অটোরিকশা (চার্জে চালিত) ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, মোটরসাইকেলটি সাহেব বাজার থেকে টরকী গ্রামের দিকে যাচ্ছিল। মতলব-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ভাটি রসুলপুর এলাকায় পৌঁছে একটি কুকুরকে বাঁচতে গিয়ে বিপরীতদিক থেকে আসা অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ মোটরসাইকেল আরোহী নিহত হন। মরদেহ সুরতহাল তৈরি করা হয়েছে বলে জানান ওসি।
এদিকে চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নে সন্ধ্যা ৬টার দিকে ট্রাকচাপায় ১০ বছরের ১ শিশু নিহত হয়েছেন।
উপজেলার বাজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাপস কান্তি দত্ত বলেন, শিশু আদিত্য সাতকানিয়া-বান্দরবান সড়কের বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকানের সামনের সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়।
এবিসিবি/এমআই