Type to search

সারাদেশ

চট্টগ্রামে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

জেলা প্রতিনিধিঃ নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোডে ওয়াপদা গেইটে একটি দেশি টুটু বোর পিস্তলসহ ৪ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়েছে।

গত সোমবার দিবাগত রাতে স্থানীয় মোরশেদের ভাড়া ঘর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মো. মামুন (২৪), রুবেল হোসেন (২৪), এমরান হোসেন বাবলু (২২) ও মো. বাদশা (২২)।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম মঙ্গলবার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দ শাহ রোড ওয়াপদা গেইট থেকে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি দেশি টুটু বোর পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও ৫০০ গ্রাম গাঁজা। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা করা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »