Type to search

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কায় ৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ওসি আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, দুর্ঘটনায় ৬ জন ঘটনাস্থলেই মারা গেছেন। আহত বাকি ১ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »