Type to search

Lead Story অপরাধ সারাদেশ

চকলেট দেখিয়ে অপহরণ, ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারে নিখোঁজের ৮ ঘণ্টা পর আল মাহমুদ হক আহাদ (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী ডিসি পাহাড় এলাকায় নিজ বাড়ির পাশের একটি খালি প্লট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। একইদিন বিকেল ৫টা থেকে নিখোঁজ ছিল শিশুটি। শিশুটি একই এলাকার অনোয়ারুল হকের ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

নিহত শিশুর বাবা আনোয়ারুল হক জানান, মঙ্গলবার বিকেলে বন্ধুর সঙ্গে খেলতে বাড়ি থেকে বের হয় আহাদ। এক পর্যায়ে দুজন অজ্ঞাত ব্যক্তি চকোলেটের লোভ দেখিয়ে আহাদ ও তার বন্ধুকে গাড়িতে তুলতে চাইলে আহাদের বন্ধু দৌড়ে পালিয়ে যায়। তবে পালাতে পারেনি আহাদ।

তিনি বলেন, সন্ধ্যা নামার পর আহাদ বাড়িতে ফিরে না আসায় এলাকায় খোঁজ করা হয়। জানানো হয় পুলিশকেও। পরে রাত ১টার দিকে প্রতিবেশীরা এলাকার ডিসি পাহাড়ের একটি খালি প্লটে একটি শিশু পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে আহাদকে শনাক্ত করি।

আহাদের চাচা হানিফ জানান, নিথর দেহটি পাওয়ার পর দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আহাদকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আলম বলেন, হাসপাতালে নেওয়ার আনুমানিক ৩ ঘণ্টা আগে আহাদের মৃত্যু হয়েছে। মৃতদেহের গলায় ও মুখে আঁচড় এবং হাতে রক্তের দাগ ছিল।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, আহাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশু হত্যার ঘটনার তদন্ত চলছে, পরিবারের পক্ষ থেকে মামলার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

-সমকাল

Translate »