গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ১০

জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্কেবেটরের (ভেকু) সঙ্গে ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক এ তথ্য সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতদের মধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন দুর্ঘটনার শিকার দিগন্ত পরিবহনের চালক বাচ্চু মোল্লা (৫০)। তার বাড়ি খুলনা জেলায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে ছয় জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে রাত ১২টার দিকে পুনরায় যান চলাচল শুরু হয়।
এবিসিবি/এমআই