Type to search

সারাদেশ

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বহুতল ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক নিহত হওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে হতাহতেদের নাম পরিচয় জানা যায়নি।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায়  এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, আজ সকালে কেওয়া পূর্বখণ্ড এলাকার স্কাইনিস পাওয়ার কোম্পানি নামে বহুতল ভবনে কাজ করছিল শ্রমিকরা। এসময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সাথে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকে। এতে কয়েকজন পুড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত ৩ জনের মরদেহ পাওয়া গেছে।

মৃতদের নামসহ বিস্তারিত পরে জানাতে পারবেন বলে জানান এই ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

এবিসিবি/এমআই

Translate »