Type to search

সারাদেশ

গাজীপুরের কারাগার থেকে আসামী নিখোঁজ, প্রধান কারারক্ষীসহ ছয় জন বরখাস্ত

জেলা প্রতিনিধিঃ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আবু বকর সিদ্দিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যার পর থেকে উধাও হয়ে যায়। সাতক্ষীরার শ্যামনগর থানার আবাদ চন্ডিপুর গ্রামের তেছের আলী গাইনের ছেলে তিনি।

এ ঘটনায় প্রধান কারারক্ষীসহ ছয় জনকে সাময়িক বরখাস্ত ও তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হয়েছে। এছাড়া ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার বাহারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (৬ আগস্ট) সান্ধ্যকালীন আসামী গণনার সময় থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তিনি শ্যামনগর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ( নং-১২(৩)০২) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু বকর। ২০১১ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির আসামি হিসেবে আবু বকর সিদ্দিককে কাশিমপুর কারাগারে আনা হয়। ২০১২ সালের ২৭ জুলাই সাজা সংশোধন করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত তাকে। কাসিমপুর কারাগারটি বিশাল আকৃতির হওয়ায় কোথাও আবু বকর সিদ্দিক লুকিয়ে থাকতে পারেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তবে শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। এখানে ২ হাজার ৮০৬ জন আসামী রয়েছেন।

গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার (৭ আগস্ট) বিকেলে করাগার পরিদর্শন করা হয়েছে। কারাগারের ভেতর থেকে আসামি নিখোঁজ হওয়ার ঘটনা কখনোই কাম্য নয়। এবিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে।

জানা গেছে, আবু বকর সিদ্দিক এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায় আত্মগোপন করেছিলেন। তখন সেল এলাকায় সেফটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন তিনি। পরদিন ট্যাংকের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।

Translate »