Type to search

সারাদেশ

খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

জেলা প্রতিনিধিঃ চিকিৎসকের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের প্রতিবাদে খুলনার সরকারি-বেসরকারি সব হাসপাতাল-ক্লিনিকের চিকিৎসকরা আজ বুধবার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন । বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা এই কর্মসূচি ঘোষণা করেছিল।

চিকিৎসকদের কর্মবিরতির কারণে দুর্ভোগে পড়েছেন রোগীরা। অনেক রোগী হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন। তবে চালু রয়েছে শুধুমাত্র জরুরি বিভাগ।

হামলাকারীদের আটকের দাবিতে আজ সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন চিকিৎসকরা।

বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, গত ২৫ ফেব্রুয়ারি নগরীর শেখপাড়া এলাকার হক নার্সিং হোমের অপারেশন থিয়েটারে ঢুকে পুলিশের এএসআই নাঈম হোসেন ও তার সঙ্গীরা ডা. শেখ নিশাত আবদুল্লাহকে মারধর করেন। এ ছাড়া অপারেশন থিয়েটারে ভাঙচুর চালায় তারা। এক মাস আগে অপারেশন করা রোগীর জটিলতার কথা বলে এই হামলা চালায় তারা।

ডা. নিশাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বাদী হয়ে  তিনি গত মঙ্গলবার সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। তবে এ মামলায় এখনও কেউ আটক হয়নি।

এবিসিবি/এমআই

Translate »