Type to search

অপরাধ সারাদেশ

খুলনার কয়রায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৪

ধর্ষণ-rape-এবিসিবি নিউজ-abcb news

জেলা প্রতিনিধিঃ খুলনায় এক নারী (২৪) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। গত রবিবার রাতে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে ৪ জনকে পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার রাতে ওই নারী সাড়ে ৩ বছরের কন্যাকে বাড়িতে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ১১টার দিকে দরজা ভেঙে ঘরে ঢুকে ওই নারীর মুখ বেঁধে ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে উদ্ধার করে তাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রথমে তাকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে তাকে থানা হেফাজতে নেয়।

স্থানীয় ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন বলেন, ওই নারীর স্বামী ইটভাটায় শ্রমিকের কাজ করেন। যে কারণে বছরের ৬ মাস তাকে বাড়ির বাইরে থাকতে হয়। এ সুযোগে এ পাশবিক ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

কয়রা থানার অফিসার ইনচার্জ  (ওসি) রবিউল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ৫জনকে আসামি করে মামলা করেছেন। এরমধ্যে ৪জন এজাহারভুক্ত ও একজন অজ্ঞাত আসামি রয়েছে। অভিযুক্তদের দেখলে তিনি চিনতে পারবেন বলে এজাহারে উল্লেখ করেছেন।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

এবিসিবি/এমআই

Translate »