Type to search

সারাদেশ

খুলনায় দুই ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধিঃ খুলনায় চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনবিহীন ল্যাব পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনার দায়ে ২টি ক্লিনিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার দুপুরে র‌্যাব-৬-এর ভ্রাম্যমাণ আদালত নগরীর মোহাম্মদনগর ও গল্লামারী এলাকার ছফুরা ক্লিনিক ও মোহাম্মদনগর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করে।
 
র‌্যাব-৬-এর স্পেশাল কোম্পানির কমান্ডার লে. কমান্ডার এম. সারোয়ার হুসাইন জানান, র‌্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নগরীর মোহাম্মাদনগর এলাকার ছফুরা ক্লিনিক ও মোহাম্মাদনগর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে চিকিত্সা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনবিহীন ল্যাব পরিচালনা ও অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনা করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে র‌্যাবের আভিযানিক দলটি জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনারের সহযোগিতায় নগরীর মোহাম্মাদনগর ও গল্লামারী এলাকায় ছফুরা ক্লিনিক ও মোহাম্মদনগর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে। 

এ সময় ছফুরা ক্লিনিকের মালিক মো. জিয়াউর রহমানকে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ মোতাবেক এক লাখ টাকা অর্থদণ্ড ও মোহাম্মাদনগর হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিসেস নুরুননাহারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাত্ক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়।

এবিসিবি/এমআই

Translate »