Type to search

সারাদেশ

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৫ যাত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃ খুলনায় ডাম্পট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা গ্রামের আব্দুল হান্নানের ছেলে সাব্বির মোড়ল (২৫), শোভনা ইউনিয়নের জিয়েরতলা এলাকার বিষ্ণুপদ বিশ্বাসের ছেলে ইজিবাইকচালক বিশ্বজিৎ বিশ্বাস (২৮), বিশ্বজিতের ৬ বছরের শিশুকন্যা অন্বি বিশ্বাস, বিবিশ্বজিতের শ্যালক অপু ঢালীর স্ত্রী নীপা ঢালী (২৫) ও নীপা ঢালীর মা বিলপাবলা গ্রামের অনিমেষ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫)।

এদের মধ্যে সাব্বির মোড়ল, বিশ্বজিৎ বিশ্বাস, নীপা ঢালী ও অমরী ঢালী ঘটনাস্থলে এবং অন্বি বিশ্বাস খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় মারা যায়। গুরুতর আহত বিশ্বজিতের স্ত্রী অন্তিমা বিশ্বাস (২৫) ও শ্যালকের ছেলে অরজিৎকে (৬) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খর্ণিয়া হাইওয়ে পুলিশ ও ডুমুরিয়া থানা পুলিশ সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৫ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চুকনগর থেকে ডুমুরিয়া সদরের দিকে যাওয়ার পথে খর্ণিয়া ইউনিয়নের খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদোহা কালভার্ট এলাকায় ইজিবাইকের সঙ্গে একটি দ্রুতগামী ডাম্পট্রাকের  মুখোমুখি ধাক্কা লাগে।

খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪টি মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও একটি মরদেহ খুমেক হাসপাতালে রয়েছে। ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিসিবি/এমআই

Translate »