Type to search

অপরাধ সারাদেশ

খাগড়াছড়ির রামগড়ে মাকে হত্যা, ঘাতক ছেলে আটক

জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড়ে নিজ বাসা থেকে রুমা বেগম নামের ১ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে রামগড় পৌরসভার চৌধুরিপাড়া এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. ইব্রহিম(৩৫) নামে ওই নারীর ছেলেকে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে গ্রেপ্তারের পর মাকে নিজ হাতে হত্যার কথা স্বীকার করেছে ছেলে ইব্রাহিম।

নিহত রুমা বেগম (৫২) চৌধুরিপাড়ার বাসিন্দা  আব্দুল জলিলের স্ত্রী। ইব্রাহিম তাদের বড় ছেলে।

রামগড় থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান ঘটনার নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বকাঝকা করে মা তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। শনিবার রাত ৯টার দিকে সে বাড়িতে এসে মায়ের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। মা রুমা বেগম টয়লেট থেকে বের হওয়া মাত্র ছেলে ইব্রাহিম তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর সে মাকে উপরে তুলে মাটিতে এলোপাতারি আছাড় মারতে থাকে। এতে তার মুখ, নাক ও মাথা থেঁতলে যায়। অধিক রক্ত ক্ষরণে ঘটনাস্থলে মারা যান তিনি। এসময় আর কেউ ছিল না বাড়িতে । মাকে হত্যার পর ছেলে ইব্রাহিম বেহুঁশ হওয়ায় ভান ধরে ঘরের খাটের উপর শুয়ে থাকে।

ময়নাতদন্তের জন্য মরদেহ আজ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রস্তুতির প্রক্রিয়াধীন।

এবিসিবি/এমআই

Translate »