Type to search

সারাদেশ

কোভিড-১৯: খুলনা বিভাগে আরও ২০ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: খুলনা বিভাগে করোনা ভাইরাসে পজিটিভ শনাক্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছে ৯১৭ জন। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এতথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ ৭জন, ঝিনাইদহে ৩ জন, যশোরে ৫জন, চুয়াডাঙ্গায় দুইজন, সাতক্ষীরায় ২জন এবং মেহেরপুরে একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী আক্রান্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৭৯৫ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৬ জনে। এ সময় ৩৫ হাজার ৬৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় পজিটিভ শনাক্ত হয়েছে ২৬০ জন। জেলায় এ পর্যন্ত মোট করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮২৯ জনের। মারা গেছেন ২২৮ জন এবং ১০ হাজার ২৮৪ জন সুস্থ হয়েছেন।

Translate »