কোভিড-১৯: কুষ্টিয়ায় আরও ১৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ পজেটিভ হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন। মৃত ব্যক্তিদের বাড়ি কুষ্টিয়া জেলায়। এর আগের দিন ১৩ জন মারা যান।
গত ২৪ ঘণ্টায় ৮০১টি নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে ২৩৪ জন। শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। এ পর্যন্ত জেলায় ২৭৫ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ১০৪ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে ভর্তি ৪৬ জন হয়েছেন। সব মিলিয়ে ২৫২ জন ভর্তি আছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন। ৪৬ জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতালে এখন নেই কোন অক্সিজেনের সংকট।