Type to search

সারাদেশ

কুষ্টিয়ায় ট্রাকচাপায় ভ্যানচালকসহ ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকচাপায় ভ্যানচালকসহ ৪ জনের মৃত্যু হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকা এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে ২জন পুরুষ এবং ২জন নারী বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া এলাকায় ওই ট্রাকটি একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ ৪জন নিহত হন। এসময় আহত হন এক শ্রমিক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এবিসিবি/এমআই

Translate »