কুমিল্লায় ট্রাকাচাপায় মা-মেয়েসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু
জেলা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছেন। এর মধ্যে ৪ মাস বয়সী এক শিশুও রয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
মৃত্যুরা হলেন- নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা এলাকার নুরুজ্জামানের ছেলে মো. হানিফ, তার মেয়ে চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের কবির হাসেনের স্ত্রী মেরি বেগম ও মেরির মেয়ে মেহজাবিন।
স্থানীয়রা বলেন, মো. হানিফ বিকেলে মেয়ে মেরি বেগম ও নাতনি মেহজাবিনকে নিয়ে প্রয়োজনীয় কাজে সিএনজি অটোরিকশা যোগে চিওড়া রাস্তার মাথায় এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থামেন। এসময় একটি ট্রাক (ঢাকামেট্রো-ট-১৪-৫১৯০) নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশাসহ আরও ৩টি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এসময় হানিফের ছেলে রুমন ও সিএনজি অটোরিকশাচালক রফিক আহত হন। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইনচার্জ ইয়াসিন প্রধানিয়া জানান, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছেন’।
মিয়াবাজার পুলিশ ফাঁড়ির এসআই রায়হান জানান, ‘দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত হয়েছেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে’।