Type to search

সারাদেশ

কাউন্সিলরদের দুর্নীতি-অনিয়মের খতিয়ান তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা পৌর মেয়র

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা পৌরসভার ১০ জন কাউন্সিলরদের দুর্নীতি-অনিয়মের খতিয়ান তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন পৌর মেয়র তাজকিন আহম্মেদ চিশতি।

আজ রবিবার বেলা ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেন তিনি। এর আগে গত ১৩ জানুয়ারি পৌরসভার ১০ জন কাউন্সিলর মেয়র তাজকিন আহমেদ চিশতির বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে দাখিল করেন লিখিত অভিযোগ।

লিখিত বক্তব্যে মেয়র তাজকিন আহম্মেদ চিশতি জানান, আমি ২০২১ সালের ১০ মার্চ টানা ২য়বার মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। গ্রহণের পর পৌরসভার সকল স্তরের দুর্নীতি ও অনিয়ম বন্ধে কার্যকরী পদক্ষেপ নিয়েছি। মূলত এর ফলেই স্বার্থান্বেষী মহলের ইন্ধনে গত ১৩ জানুয়ারি পৌরসভার ১০ জন কাউন্সিলর একত্রে বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ দাখিল করেছেন আমার বিরুদ্ধে। যেটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত কর্মকর্তার কাছে মিথ্যে অভিযোগের ভিত্তিতে স্বপক্ষের কাগজপত্রসহ দাখিল করেছি।

তিনি জানান, প্রতিটি কার্য পরিচালনার জন্য আমি টেন্ডার কমিটি রয়েছে। ইজারা বিজ্ঞপ্তি দেওয়া হয় টেন্ডার কমিটির মাধ্যমে। যার আহবায়ক পদাধিকার বলে প্যানেল মেয়র-১ ও সদস্য ১জন সহকারী পরিচালক স্থানীয় সরকার মন্ত্রণালয়।

মেয়র চিশতি আরো বলেন, গ্রামীন অবকাঠামো উন্নয়ন টিআর প্রকল্পে কাউন্সিলরবৃন্দ কোন কাজ করেনি। এর বিরুদ্ধে আমি অবস্থান নেওয়ায় তারা আমার উপর ক্ষিপ্ত। প্যানেল মেয়র-১ (ফিরোজ আহমেদ) আমার স্থলে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন এই টার্গেট নিয়ে আগে থেকেই ষড়যন্ত্রমূলক কর্মকা- পরিচালনা করে আসছেন।

ইতোমধ্যে কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগের জবাব যথাযথভাবে সংশ্লিষ্ট প্রমাণসহ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। পৌরবাসীকে অবহিত করতে চাই আমি কোন দুর্নীতি-অনিয়মের আশ্রয় নেয়নি। আমার বিরুদ্ধে একটি চক্রান্ত চলছে মাত্র। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেনসাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং শতাধিক মেয়র সমর্থকরা

এবিসিবি/এমআই

Translate »