Type to search

সারাদেশ

করোনাভাইরাসে বরিশালে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮৫

জেলা প্রতিনিধিঃ বরিশালে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ২ জন ও কোভিড-১৯ আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় শনাক্ত হয়েছে ৮৫ জন। ফলে বিভাগে মোট পজিটিভ শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৩০৬ জন। একই সাথে মৃত্যু ছাড়াল ২৫৪।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, নতুন ৮৫ জনের মধ্যে সবচেয়ে বেশি পজিটিভ শনাক্ত হয়েছে বরিশালে ৩০ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৯৫ জন। পটুয়াখালীতে ৬ জন শনাক্ত হয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯২ জন।

ভোলায় নতুন ১৮ জন নিয়ে মোট পজিটিভ শনাক্ত হয়েছে ১ হাজার ৭১০ জন। পিরোজপুরে মোট আক্রান্ত এক হাজার ৫৬৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে চার জন। বরগুনায় ৩ জন নিয়ে মোট এক হাজার ২১০ জন এবং ঝালকাঠিতে ২৪ জন। মোট শনাক্ত দাঁড়িয়েছে এক হাজার ২৩৪ জন।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের তথ্য সংরক্ষক জে খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় এ ওয়ার্ডের আইসোলেশনে মোট ৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই জনকে করোনা ওয়ার্ডে নেওয়া হয়েছে। ২ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। একজন করোনাভাইরাস পজিটিভ রোগী মৃত্যুবরণ করেছেন। কোভিড-১৯ ইউনিটে মোট ১২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ৫৪ জনের কোভিড-১৯ পজিটিভ এবং ৭২ জন করোনা টেস্টের রিপোর্টের অপেক্ষায় আছে।

Translate »