Type to search

সারাদেশ

কক্সবাজারে মোবাইল নিয়ে তর্ক ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন!

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় মোবাইল ব্যবহার নিয়ে তর্কের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা মৃত্যুর বাবা বাদী হয়ে ছোট ছেলের (১৫) বিরুদ্ধে থানায় মামলা করেন।

এর আগে মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার পালংখালীর বালুখালী শরনার্থী রোহিঙ্গা ক্যাম্পে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

নিহত বড় ভাই নূর হোসেন (১৮) উখিয়ার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকার ফরিদুল আলমের ছেলে এবং ক্যাম্প এরিয়ার ভেতরই আদিবাড়ি হওয়ার সূত্রে ক্যাম্প-১৩ এর ডি ব্লক এলাকার তিনি বাসিন্দা।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মোবাইল ব্যবহার নিয়ে কথা-কাটাকাটির জেরে ২ ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছোট ভাই, বড় ভাই নূর হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন করে বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হত্যার সাথে জড়িত ছোট ভাইকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়েছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, রোহিঙ্গা আশ্রয়শিবির গড়ে ওঠার আগে থেকেই অনেক বাংলাদেশি পরিবার সেখানে অবস্থান করছে। মৃত্যু নুর হোসেন বাংলাদেশি।

এবিসিবি/এমআই

Translate »