কক্সবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু
জেলা প্রতিনিধিঃ কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবুল কালাম (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত আবুল কালাম সদরের ঝিলংজা পাওয়ার হাউজ (হাজীপাড়া) এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনসার্চ মো. আনোয়ার হোসেন বলেন, নিহত আবুল কালামের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এবিসিবি/এমআই