আজও ভেসেছে চট্টগ্রাম বন্দর নগরী, পাহাড় ধসের শঙ্কা

জেলা প্রতিনিধিঃ দ্বিতীয় দিনের মতো বৃষ্টির পানিতে ভেসেছে বন্দর নগরী চট্টগ্রাম। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিতে নগরীর বেশিরভাগ নিচু এলাকা তলিয়ে যায়। নগরীর নিচু এলাকার সড়কের কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর পান জমে যায়। ব্যাহত হয় যানবাহন চলাচল। এদিকে বৃষ্টির পানি ঢুকে পড়ে ঘর-বাড়ি, দোকানপাট ও মসজিদেও। গতকাল শুক্রবারও একইভাবে পানিতে তলিয়ে যায় নগরী।আবহাওয়া অফিস বলছে, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কাও রয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম নগরীতে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আরও দুইদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে আগামী ১৩ আগস্ট পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এ কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানিয়েছেন, মূলত নিম্নচাপের কারণে চট্টগ্রাম ও আশেপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এটি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। যেসব এলাকায় ভারী বৃষ্টিপাত হবে সেসব এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে।
জোয়ার ও বৃষ্টিতে নগরীর প্রায় সব নিচু এলাকা পানিতে ডুবে যায়। তবে চাক্তাই, বাকলিয়া, খাতুনগঞ্জ, চান্দগাঁও, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, বহদ্দারহাট, বাস টার্মিনাল, ডিসি রোড, তিনপুলের মাথা, ষোলশহর ২ নম্বর গেট, রিয়াজ উদ্দিন বাজার এলাকায় বেশি পানি জমে যায়।
এবিসিবি/এমআই