Type to search

সারাদেশ

অবশেষে টেকনাফ থানার ওসি প্রদীপ প্রত্যাহার

জেলা প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে পুলিশের চেকপোস্টে গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করা হয়েছে। তার পরিবর্তে থানার দ্বিতীয় কর্মকর্তা এ বি এম দোহাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করে তার স্থলে দ্বিতীয় কর্মকর্তা দোহাকে দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।’

এর আগে গতকাল বুধবার সকালে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লিয়াকত আলীসহ পুলিশের ৯ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। নিহত সিনহা রাশেদের বোন শারমিন শাহরিয়া কক্সবাজারের আদালতে মামলাটি করেন।

তিনি জানান, মামলাটি র‌্যাবকে তদন্তের জন্য দায়িত্ব দিতে আবেদন জানানো হয়েছিল। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য র‌্যাবকে দায়িত্ব দিয়েছেন।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় চেকপোস্টে পুলিশের গুলিতে মৃত্যু হয় বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

Translate »