Type to search

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় শিশুসহ ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে পাথর বোঝাই একটি ট্রাক বালু বোঝাই ট্রাককে অতিক্রম করার সময় মাইক্রোবাসে ধাক্কা দিলে শিশুসহ ৩ জন নিহত হন। শুক্রবার (৬ জানুয়ারি) রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় এ দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- মাইক্রোবাস চালক কমলটিলা ইয়াছিন আলীর ছেলে ছাদির আলী(২৫), কুলাউড়া উপজেলার নরুল হক ছেলে আতিকুর রহমান সিহাব (১৮), কমলগঞ্জ উপজেলার আ. হান্নানের ছেলে আ. সালাম মিয়া (৩০), আ. সালামের স্ত্রী সাদিয়া (২০), আ. সালামের মেয়ে হাবিবা (৩)।

মাধবপুর থানার ওসি আব্দুল রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৩টার দিকে মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর ম্যাটাডোর কোম্পানির সামনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক ঢাকাগামী অপর আরেকটি বালুবোঝাই ট্রাককে অতিক্রম করার সময় মৌলভীবাজারগামী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়।  এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মিরপুর এলাকায় আহত আরও ২ জন মারা যান।

সংবাদ পেয়ে হাইওয়ে ও মাধবপুর থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতের উদ্ধার করেন।

এবিসিবি/এমআই

Translate »