সিরাজগঞ্জের শাহজাদপুরে র্যাবের অভিযানে ৪ জঙ্গির আত্মসমর্পণ

জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শেরখালি উকিলপাড়া এলাকায় একটি বাড়িতে র্যাব অভিযানের পর ৪ জঙ্গি আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে বাড়িটির চারপাশে অবস্থান নেয় র্যাব। পরে আজ শুক্রবার সকালে বাড়িতে থাকা ৪ জঙ্গি আত্মসমর্পণ করে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, রাত ৩টা থেকে উকিলপাড়া এলাকার ওই বাড়িটির চারপাশে অবস্থান নিয়েছে র্যাব। তখন থেকেই বাড়ির ভেতর অবস্থানকারীদের শিগগিরই আত্মসমর্পণের কথা বলা হচ্ছিলো। অবশেষে শুক্রবার (২০ নভেম্বর) সকালে চারজন র্যাবের কাছে আত্মসমর্পণ করে।
উকিলপাড়ার ওই বাড়ি থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।