সাতক্ষীরায় ৮ দলীয় ক্রিকেট টুনার্মেন্টে স্টেপ ফুটওয়্যার চ্যাম্পিয়ন

জেলা প্রতিনিধিঃ মাদককে না বলুন,,, মাদক মুক্ত সমাজ গড়ুন এই স্লোগানকে সামনে রেখে উৎসবমূখর পরিবেশে সাতক্ষীরা মুনজিতপুর ক্লাবের আয়জনে ৮ দলীয় মাদকমুক্ত নকআউট ক্রিকেট টুনার্মেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় সাতক্ষীরা সদরের মুনজিতপুর জাতীয় ঈদগাহ মাঠে উক্ত টুনার্মেন্ট অনুষ্ঠিত হয়।
এ ক্রিকেট টুনার্মেন্টের সব কয়টি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ হোটেল রাজ প্রদান করেন। সেরা ফিল্ডারের পুরস্কারটা প্রদান করেন হোটেল সাদিয়া।

উক্ত টুনার্মেন্টে স্টেপ ফুটওয়্যার সাতক্ষীরা ও কাটিয়া একাদশের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। কাটিয়া একাদশ টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। প্রথম ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৩৬ রান সংগ্রহ করেন কাটিয়া একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৯ রান সংগ্রহ করেন বাবু। স্টেপ ফুটওয়্যারে পক্ষে বোলিং শামীম হোসেন ৩, সজল হোসেন ৩ ও মোঃ রমজান ২ উইকেট নেন। ৩৭ রানের টার্গেটে খেলতে নেমে স্টেপ ফুটওয়্যার ৩ উইকেট হারিযে জয়ের লক্ষ্যে পৌছায়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান সংগ্রহ করেন সজল। ফাইনালে ম্যান অব দ্য মাচ নির্বাচিত হন সজল।
এ টুনার্মেন্টের প্রথম ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রিপন, দ্বিতীয় ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শাহাআলম, তৃতীয় ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জুবায়ের আবেদীন অর্ক, ৪র্থ ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাবু।

প্রথম সেমিফাইনাল ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বাবু, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শামীম। ফাইনাল ম্যাচের ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন শামীম হোসেন (৫৫ রান, ৬ উইকেট)। সেরা ফিল্ডারের পুরস্কার গ্রহন করেন শুভ। টুনার্মেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী সুজন (৭০ রান)।

এ ক্রিকেট টুনার্মেন্টে স্টেপ ফুটওয়্যার চ্যাম্পিয়ন হন। এবং কাটিয়া একাদশ রার্নাসআপ হন।
উক্ত টুনার্মেন্টের ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সৈয়দ নাজমুল হক বকুল, জিয়াউর বিন সেলিম যাদু, সৈয়দ হায়দার আলী তোতা, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি সৈয়দ জয়নুল আবেদীন জসি, যুবলীগ নেতা অনু, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিক হোসেনসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিসিবি/এমআই