সাতক্ষীরায় বন্যায় ক্ষতিগ্রস্থদের যাতায়াতের সুবিধার্তে নৌকা বিতরণ করলেন ডিসি মোস্তফা কামাল
জেলা প্রতিনিধিঃ অতিবর্ষণ ও প্রবল জোয়ারে নদীর পানি বৃদ্ধি পেয়ে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের ক্ষতিগ্রস্থ এবং প্লাবিত এলাকার মানুষের যাতায়াতের জন্য নৌকা বিতরণ করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এ নৌকা বিতরণ করা হয়।