Type to search

সারাদেশ

সাতক্ষীরায় জাতীয় যুব দিবসে সনদপত্র, ক্রেস্ট ও যুব ঋণের চেক বিতরণ করলেন এমপি রবি

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ “দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র, ক্রেস্ট ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১ নভেম্বর) সাতক্ষীরা যুব ভবনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর- ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথি বলেন, আমরা বীরের জাতি। আমাদের যুবরা আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যতের জন্য আশার আলো নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা তাদের লক্ষ্যে পৌছে যাবে এবং সফল হবে। বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। জননেত্রী শেখ হাসিনা শুধু বঙ্গ ভবনে বসে থাকেননা। বাংলাদেশ কিভাবে ভাল থাকবে সেই চিন্তা চেতনা নিয়ে সব সময় ভাবেন জননেত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুই স্বপ্নই দেখাননা। স্বপ্ন তিনি বাস্তবে পূরণ করে দেখান। বাংলাদেশ আজ অনেক ভাল অবস্থানে রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু বক্তব্য রাখেন। আলোচনা সভা পূর্বক আনুষ্ঠানিকভাবে বেলুন ফেস্টুন উড়িয়ে, বৃক্ষ রোপন ও মৎস্য অবমুক্ত করে সাতক্ষীরায় জাতীয় যুব দিবসের  উদ্বোধন করা হয়। আলোচনা সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল।
আলোচনা সভায় অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন মাদক নিরাময় কেন্দ্র আদরের নির্বাহী পরিচালক কাজী আখতার হোসেন, এনজিও হেড’র নির্বাহী পরিচালক লুইস রানা গাইন ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো.আব্দুস সবুর।
এসময় জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, যুব প্রশিক্ষণ কেন্দ্রের আশুতোষ কুমার বিশ্বাস ডিপিসি, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল কালাম আজাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, আরার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, মাদক নিরাময় কেন্দ্র আবর্তনের প্রতিনিধি মো. গিয়াস খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থী ১৯ জনের মাঝে ১২ লক্ষ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও প্রক্ষিণার্থীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মো. আব্দুল মতলেব।
Translate »