Type to search

সারাদেশ

সাতক্ষীরায় কুখরালী রং শ্রমিক কল্যাণ সংগঠনের শ্রমিক উৎসব ও পুরস্কার বিতরণী

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে কুখরালী রং শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে শ্রমিক উৎসব প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৮ ফেব্রুয়ারী)  সাতক্ষীরা সদরের কুখরালী আমতলায় কুখরালী রং শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে মোরগ লড়াই, হাঁস ধরা, গাছে ওঠা,  হাড়ি ভাঙ্গা, ডাবা, কেরামবোডসহ  বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধায় কুখরালী আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুখরালী রং শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি  মো. আবু ছাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদের পরিচলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহজ্ব মো.নজরুল ইসলাম।
এ সময় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, আওয়ামিলীগ নেতা আবু আব্দুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক রবিউল ইসলাম, কামরুল ইসলাম, কুখরালী রং শ্রমিক সংগঠনের সহ-সভাপতি ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক, মো. রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহমান, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন,  দপ্তর সম্পাদক আবুল কালাম, ক্রিয়া সম্পাদক সাইদুল ইসলাম, হাফিজুল ইসলাম, হারুনার রশিদ, আব্দুর রউফ সাগরসহ আরো অনেক উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার সকল রঙের ডিলার ও হার্ডয়ার মালিকরা উপস্থিত ছিলেন।
বক্তরা জানান, সকল শ্রমিককে একতাবদ্ধভাবে কাজ করার আহবান জানান,  শ্রমিকরা সারাজীবন কাজ করে যাচ্ছে তাদের বিনোদনের জন্য শ্রমিক উৎসবের প্রয়োজন রয়েছে। সব সময় শ্রমিকদের পাশে থাকার আহবান জানান।
এবিসিবি/এমআই
Translate »