Type to search

সারাদেশ

সাতক্ষীরার তালায় করোনার উপসর্গ নিয়ে ২ ব্যবসায়ীর মৃত্যু, মোট জেলায় মৃত্যু ৮১

জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলায় জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এর মধ্যে তালা হাসপাতালে আ. লতিফ সরদার (৬৫) নামের এক পাট ব্যবসায়ী মারা গেছেন। উপজেলার মুড়াকলিয়া গ্রামের মৃত জেকের সরদারের ছেলে তিনি।

আর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তালা উপজেলার মাগুরা বারুইপাড়া এলাকার হাতেম আলীর ছেলে ব্যবসায়ী আব্দুল মালেক (৫০) মারা গেছেন।

রবিবার (২ আগস্ট) দুপুরে তালা হাসপাতালে ভর্তি হয়ে বিকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যবসায়ী লতিফ সরদার।
অপরদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মানস কুমার মণ্ডল বলেন, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে গত ১ আগষ্ট রাত সাড়ে ৮টায় মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তালা উপজেলার মাগুরা বারুইপাড়া গ্রামের ব্যবসায়ি আব্দুল মালেক। এক ঘণ্টা পর মারা যান তিনি।

স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে এবং তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।

তিনি আরও জানান, সাতক্ষীরায় করোনা শনাক্ত হয়ে এ পর্যন্ত ২২ জন মারা গেলেন। আর উপসর্গ নিয়ে অন্তত ৫৯ জন মারা গেলেন।

Translate »