Type to search

সারাদেশ

সাতক্ষীরায় তিন মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

মনিরুল ইসলাম, জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় ৩টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন।

রোববার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদরের খানপুর এলাকার ওমর ফারুকের ছেলে মাহমুদুর রহমান (৩৬) ও কলারোয়া উপজেলার নারায়নপুর এলাকার আজিজুর রহমান সরদারের ছেলে আব্দুল বারি (৫৫), তার ছেলে রেজোয়ান (২৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেজওয়ান ও তার বাবা মোটরসাইকেলে করে কলারোয়া থেকে সাতক্ষীরা শহরে বেড়াতে আসছিলেন। পথে জেলা শহরের বাইপাস সড়কের বকচরা এলাকায় তাদেরটিসহ ৩ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে আব্দুল বারী নিহত হন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রেজোয়ান ও মাহমুদ মারা যান বলে জানান তিনি।

তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আহত ৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এবিসিবি/এমআই

Translate »