শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে শিক্ষার্থীর মৃত্যু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসের টিলায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত্যু শিক্ষার্থীর নাম বুলবুল আহমেদ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল এই তথ্য নিশ্চিত করেছেন।
কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন, এই বিষয়ে সঠিক জানা যায়নি। নিহত বুলবুল আহমেদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী এবং তার বাড়ি নরসিংদী জেলায়।
এদিকে নিহত শিক্ষার্থীকে প্রথমে উদ্ধার করে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম। শরিফুল বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২য় ছাত্রী হলের সামনের টিলায় বাংলা বিভাগের ১ ছাত্রী প্রথমে তাকে পরে থাকতে দেখে। ওই পথ দিয়ে আমার এক জুনিয়র ফাহিম গেলে তাকে ওই ছাত্রী জানান এবং সে আমাকে ফোন দিলে এসে উদ্ধার করি তাকে। তখনও ছেলেটি বেঁচে ছিল, কিন্তু আমরা যখন তাকে নিয়ে ছাত্রী হলের কাছাকাছি আসছিলাম তখন সে নিস্তেজ হয়ে যায়। আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নেই, পরে ওসমানী মেডিকেলে তাকে নেওয়া হয়।’
এ বিষয়ে শাবি প্রক্টর মো. ইশরাত ইবনে ইসমাইলের ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কোনো সাড়া পাওয়া যায়নি। জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ‘আমরা ঘটনাস্থলে আসছি। আমরা কাজ করছি।’
এবিসিবি/এমআই